ওয়েব ডেস্ক : বিগ বসের হাউজে এবার কে কে আসছেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কিন্তু, যাঁর নাম এবারের শো-এর জন্য উঠে আসছে, তা শুনলে দ্বন্দে পড়ে যাবেন আপনিও। কেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউড লাইফের খবর অনুযায়ী, এবার নাকি বসের ঘরে আসছেন জাহ্নবী কাপুর। না, শ্রীদেবী কন্যা জাহ্নবী নন। ইনি সেই জাহ্নবী, যাঁকে নিয়ে ঐশ্বর্য-অভিষেকের বিয়ের সময় তোলপাড় শুরু হয়। যিনি দাবি করেছিলেন, অভিষেক বচ্চন নাকি বিয়ে করেছেন তাঁকে। এমনকি, হাত কেটে অভিষেক বচ্চনের নাম লিখে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন ওই মহিলা।


অভিষেক বচ্চন লুকিয়ে তাঁকে বিয়ে করেছেন বলে ওই সময় সংবাদমাধ্যমের সামনে তোলপাড় শুরু করেন ওই জাহ্নবী। শুধু তাই নয়, অভিষেকের এক বন্ধুর সামনেই তাঁদের বিয়ে হয়েছিল বলেও দাবি করেন ওই মহিলা। শুধু কি তাই, ঐশ্বর্য নাকি তাঁর কাছ থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন বলেও ওই সময় ক্যামেরার সামনে চিত্কার জুড়ে দেন জাহ্নবী।



শোনা যাচ্ছে, বর্তমানে নাকি নিজেকে স্বঘোষিত গডম্যান বলে প্রচার করেন জাহ্নবী। নিজেকে ‘ব্রহ্মচারিনী’ বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, বিগ বস হাউজের গত সিজনে স্বামী ওমকে নিয়ে জোর চর্চা শুরু হয়। মহিলাদের কটূক্তি করা থেকে শুরু করে সবকিছু নিয়ে চর্চার কেন্দ্রে চলে আসেন স্বামী ওম। এবারও কি ওমজির মতই বসের ঘরে ‘ক্যারিশমা’ দেখাবেন ওই মহিলা, তা অবশ্য সময়ই বলবে।


ছবি-বলিউড লাইফ ডট কম