নিজস্ব প্রতিবেদন : অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার পরেও অভিষেকের পক্ষে বলিউডে নিজের জায়গা তৈরি করাটা সহজ হয়নি। 'রিফিউজি' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তাঁর সেই প্রথম ছবিও ফ্লপ হয়েছিল। পরবর্তীকালে আবারও একের পর এক ছবি ফ্লপ। এই পরিস্থিতিতে একসময় বলিউড কেরিয়ার ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন অভিষেক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। সেই খারাপ সময়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছিলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেক বলেন, ''পাবলিক প্ল্যাটফর্মে ব্যর্থ হওয়া খুব কঠিন। তখন কোনও সোশ্যাল মিডিয়া ছিল না, তবে আমি সংবাদমাধ্যমে পড়েছিলাম, যে কেউ আমাকে গালি দিচ্ছেন, আবার কেউ কেউ বলেছিলেন যে আমি অভিনয় জানি না। এক সময় আমার মনে হয়েছিল যে এটা আমারই ভুল। মনে হয়েছিল আমার হয়ত ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা ঠিক হয়নি। আমি বাবার কাছে গিয়ে বলেছিলাম, সম্ভবত আমি হয়ত এটার জন্য তৈরি হইনি।''



সে সময় অমিতাভ বচ্চন অভিষেককে বলেন,  ''হেরে যাওয়ার জন্য আমি তোমাকে বড় করিনি। প্রতিদিন সকালে সূর্যের নিজে দাঁড়িয়ে তোমাকে নিজের জমি খুজে নেওয়ার জন্য লড়াই করতে হবে। অভিনেতা হিসাবে প্রতিটি ছবিতেই তোমাকে উন্নতি করতে হবে। তোমার কাছে যে চরিত্রগুলি আসছে, সেগুলি গ্রহণ করো, আর কাজে মনোনিবেশ করো। আমার কথা বিশ্বাস করো, তুমি ভালোই কাজ করবে।'' 


অভিষেকের কথায়, তাঁর বাবা অমিতাভ বচ্চনের এই কথাগুলিই তাঁকে উৎসাহিত করেছিল। তিনি ফের কাজে মন দিয়েছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি OTT-দুনিয়ায় পা রেখে সাফল্যের মুখ দেখেছেন অভিষেক বচ্চন। তাঁর অভিনীত 'লুডো' ছবিটি প্রশংসিত হয়েছে। এদিকে গত ৮ এপ্রিল ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে অভিষেক অভিনীত 'দ্য বিগ বুল'।