নিজস্ব প্রতিবেদন: অভিষেকের মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।  গত বৃহস্পতিবার ভোর রাতে প্রয়াত হয়েছেন টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি(Industry)। এরপরই গুঞ্জন ছড়ায় যে অভিষেকের মৃত্যুর পর আর্থিকভাবে বিপর্যস্ত গোটা পরিবার। অর্থকষ্টে ভুগছেন তারকার স্ত্রী ও কন্যা। এমনকি অভিষেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা এগিয়ে এসেছে তাঁদের সাহায্য করতে। এবার এই ঘটনা প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় লেখেন সংযুক্তা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার অভিনেতার শ্রাদ্ধ অনুষ্ঠানে ফের বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতার স্ত্রী। নাম না করেই তাঁর আক্রমণের তির ছিল ইন্ডাস্ট্রির দুই অভিনেতার দিকে। আগেই তিনি লিখেছিলেন যে, 'অভিষেক তাঁর পরিবারের জন্য সম্স্ত বন্দোবস্ত করে গেছেন। তাঁর অবর্তমানেও তাঁর পরিবার আর্থিকভাবে স্বচ্ছল। আমি নিজেও ব্রিটেনের একটি ফিনটেক ফার্মে চাকরি করি। আমাকে অভিষেকের ইন্ডাস্ট্রির বন্ধুরা আর্থিক সাহায্য করেছে বলে যে ভুল খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি তার বিরোধিতা করছি। এগুলো সত্যি নয়। কেউ আমাদের কোনও সাহায্য করতেও চায়নি আর অভিষেক চ্যাটার্জির পরিবারের কোনও আর্থিক সাহায্যের দরকারও নেই।'


এক সংবাদমাধ্য়মকে সংযুক্তা জানিয়েছেন যে,‘ওঁর চলে যাওয়ার পর আমার পরিচিতরাই আমায় বলছিল,এক অভিনেতা নাকি তোমায় ১০ লক্ষ টাকা দিয়েছে। যে অভিনেতার কথা বলা হচ্ছে সেই অভিনেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো ছিল না। এমনকী অভির কেরিয়ার শেষ করে দিতে সেই অভিনেতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরও এক নায়িকা নাকি পাঁচ লক্ষ টাকা দিয়েছে। আমি নাম নিচ্ছি না, তবে ওরা অভিষেকের কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য যা-যা করার করেছে। কেরিয়ারে শীর্ষে থাকার সময় ২২টা ছবি থেকে অভিষেককে সরিয়ে দিয়েছিল ওরা। তারা নাকি আমাকে অর্থ সাহায্য করেছে! তারা তো শোকবার্তাও পাঠায়নি ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য তো দূরের কথা।’


আরও পড়ুন: The Kashmir Files-Twinkle Khanna: দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছিলেন অক্ষয়, কিন্তু ছবি প্রসঙ্গে এ কী বললেন টুইঙ্কেল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)