নিজস্ব প্রতিবেদন : লকডাউনের কারণ আর সবার মতো খোদ বলিউড বাদশা শাহরুখ খানও গৃহবন্দি। এখনে দিনের গোটা সময়টা 'মন্নত'-এ কাটছে শাহরুখের। আর তাই বুধবার শাহরুখের ছোট পুত্র আব্রামের জন্মদিনটাও তাই কাটলো বাবার সঙ্গেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জন্মদিনে ছোট্ট আব্রামকে গল্পের বই পড়ে শুনিয়েছেন শাহরুখ। ঠিক আর পাঁচজন সাধারণ বাবার মতোই। শাহরুখের কাছ থেকে আব্রামের গল্প শোনার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁর মা গৌরী খান। ভিডিয়ো শেয়ার করে গৌরী লিখেছেন, ''আব্রাম ভয়ের একটি গল্প শুনছে। নিজের পছন্দের বই, গান আর পছন্দের মানুষের সঙ্গেই আব্রাম এবারের জন্মদিন সেলিব্রেট করেছে।''


আরও পড়ুন-আমফান বিধ্বস্ত সুন্দরবনে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ স্বস্তিকা ও দিদি অজোপার



প্রসঙ্গত, আব্রামকে বেশিরভাগ সময় শাহরুখের সঙ্গেই কাটাতে দেখা যায়। শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আরিয়ান ও সুহানা বড় হয়ে গিয়েছে, তাই তিনি আর গৌরী আব্রামকেই বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। বহুদিন হল সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন শাহরুখ, আর তিনি এই সময়টা বেশিরভাগ পরিবারকেই দিচ্ছেন। এপ্রসঙ্গে গৌরী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শাহরুখ এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকায় তিনি খুশি।


আরও পড়ুন-ভিডিয়ো কলেই জামাই ষষ্ঠী সারলেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ