নিজস্ব প্রতিবেদন: তাইকোন্ডোতে স্বর্ণপদক পেয়েছে ছেলে আব্রাম। খুশিতে মশগুল হয়ে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন শাহরুখ। নিজেই নিজের টুইটার হ্যান্ডেলে ছেলের পদক জেতার খবর জানিয়েছেন শাহরুখ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে নিজের ছেলের পদক জেতার খবর জানিয়ে শাহরুখ লিখেছেন, ''তুমি প্রশিক্ষণ নিয়েছ, লড়াই করেছ এবং সফল হয়েছ। এই পদক দেখে মনে হচ্ছে আমার সন্তানরা আমার থেকেও বেশি পদক জিতবে। এটা খুবই ভালো বিষয়, এখন আমার মনে হচ্ছে আমারে আরও বেশি করে প্রশিক্ষণ নিতে হবে। আমি গর্বিত ও অনুপ্রাণিত।''


আরও পড়ুন-প্রথমপক্ষের সন্তানদের ভুলে গ্যাব্রিয়েলার ছেলের সঙ্গেই সময় কাটাচ্ছেন অর্জুন



শাহরুখের এই পোস্টের পরই কিং খানের টুইটার হ্যান্ডেল শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই ছেলেমেয়েদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট করে থাকেন শাহরুখ। কিছুদিন আগেও স্কুলেক ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিল ছোট্ট আব্রাম। সেই ছবিও পোস্ট করেছিলেন বাদশা।


আরও পড়ুন-'রাণী রাসমণি' ধারাবাহিকের রামকৃ্ষ্ণ, সৌরভ সাহার এই পারিবারিক ছবিগুলি দেখেছেন?



প্রসঙ্গত, 'জিরো'র পর বহুদিন হল বড়পর্দায় দেখা যায়নি শাহরুখকে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দক্ষিণী পরিচালক আতলি কুমারের পরিচালনায় দেখা যাবে শহরুখকে। 


আরও পড়ুন-প্রসেনজিৎ-শ্রাবন্তীকে কাছাকাছি আনছেন কৌশিক