নিজস্ব প্রতিবেদন : প্রয়াত ভারতের প্রথম অস্কার বিজয়ী শিল্পী ভানু আথাইয়া। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরে ঘুমের মধ্যেই মৃত্যু হয় খ্যাতনামা কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮৩ সালে মুক্তি প্রাপ্ত ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর চর্চিত ছবি ‘গান্ধী’র জন্য কস্টিউম ডিজাইন করে অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিল ভানু আথাইয়া৷ বৃহস্পতিবার শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর মেয়ে রাধিকা। তিনিই জানান, ঘুমের মধ্যে মৃত্যু হয় ভানু আথাইয়ার। তিনি আরও জানান যে শিল্পীর সামান্য জ্বর এবং কাশি হয়েছিল, এটি এক ধরনের নিউমোনিয়া। তাঁর অ্যান্টিবায়োটিক চলছিল বলেও জানান  ভানু আথাইয়ার মেয়ে।


আরও পড়ুন-ডাবিং সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে রণবীর সিং, কেমন আছেন অভিনেতা?



বহু ভারতীয় ছবির জন্য কস্টিউম ডিজাইন করছিলেন ভানু আথাইয়া। আমির খানের 'লগান', শাহরুখ খানের 'স্বদেশ', 'ওয়াক্ত' 'এক দুজে কে লিয়ে', 'রাত অউর দিন', 'তিসরি মঞ্জিল', 'জনি মেরে নাম', 'কাগজ কে ফুল'-এর মতো ছবিতে কস্টিউম ডিজাইন করেছিলেন ভানু আথাইয়া ৷