নিজস্ব প্রতিবেদন: ছপক-এর বিরুদ্ধে এবার দায়ের হল মামলা৷ আইনজীবী (Aparna Bhatt) অপর্ণা ভাট দীপিকা পাডুকনের সিনেমার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ অপর্ণার অভিযোগ, (Acid attack) অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে (Chhapaak) ছপক তৈরি করা হয়েছে৷ লক্ষ্মীর হয়ে দীর্ঘদিন আদালতে মামলা লড়েছেন তিনি৷ আরও পড়ুন : পরপর দুবার গর্ভপাত, মানসিকভাবে বিধ্বস্ত কাজল, গোপনীয়তার আড়াল ভেঙে মুখ খুললেন অভিনেত্রী অথচ এই সিনেমায় কোথায় লক্ষ্মী অগরওয়াল কিংবা অপর্ণা ভাটের নাম করে কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি৷ সেই কারণেই এবার আদলাতের দ্বারস্থ হন অপর্ণা ভাট৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বর্ষবরণের রাতে কাকে চুম্বন করছেন সুহানা, ভাইরাল শাহরুখ-কন্যার ছবি
এদিকে আইনজীবী অপর্ণা ভাট যতই আদলাতের দ্বারস্থ হন না কেন, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দীপিকা পাডুকন৷ ফলে বুধবার ছপক-এর স্পেশাল স্ক্রিনিংয়ে চিরাচরিতভাবে ঝলসে ওঠেন (Deepika Padukone) দীপ্পি৷ স্বামী (Ranveer Singh) রণবীর সিংয়ের হাতে ধরে বুধবার রাতে ছপক-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন দীপিকা পাডুকন৷


আরও পড়ুন : JNU নিয়ে বিতর্কের কোনও ছাপ পড়ল না, 'ছপক'-এর স্ক্রিনিংয়ে ঝলসে উঠলেন দীপিকা
অন্য়দিকে সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হন দীপিকা পাডুকন৷ সেখানে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আন্দোলনরত পড়ুয়াদের নৈতিক সমর্থন জানান দীপিকা পাডুকন৷ JNU-তে দীপিকার হাজিরার পর থেকেই শুরু হয়ে যায় জোর জল্পনা৷ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে যেমন তাঁর প্রশংসা শুরু করেন বলিউডের একাধিক সেলেব, তেমনি দীপ্পির হয়ে সুর চড়াতে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন৷ ফলে দীপিকাকে নিয়ে সরগরম হয়ে যায় ইন্টারনেটও৷ সবকিছু মিলিয়ে ছপক মুক্তির আগে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে দীপিকা পাডুকনকে নিয়ে৷