প্রয়াত বিশিষ্ট লেখক-কার্টুনিস্ট-ফিল্মমেকার গৌতম বেনেগাল
কেলভিনেটর পেঙ্গুইন ও হ্যান্ডিপ্লাস বয় ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র জগতে নজর কাড়েন গৌতম
নিজস্ব প্রতিবেদন: মাত্র ৫৬ বছর বয়সেই থেমে গেল পথচলা। প্রয়াত বিশিষ্ট লেখক, কার্টুনিস্ট, গৌতম বেনেগাল। বেনেগালের প্রয়াণের খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর বন্ধু কাইজাদ কোতওয়াল।
আরও পড়ুন-BJP বিধায়কদের ইস্তফা মঞ্জুর স্পিকারের, তৃণমূল থেকে ৮ কমিটির চেয়ারম্যান
সোশ্যাল মিডিয়ায় কোতওয়াল লিখেছেন, 'গৌতম আর নেই। গতকালই ওর সঙ্গে চ্যাটে কথা হচ্ছিল। এখনও বিশ্বাসই করতে পারছি না ও আর নেই। অনেক ক্ষতি হয়ে গেল।'
সত্যজিত্ রায়ের সঙ্গে গৌতম বেনেগালের সম্পর্ক একেবারে কিশোর বয়স থেকেই। মাত্র ১৬ বছর বয়সে সত্যজিতের সন্দেশ পত্রিকায় লেখা ও ইলাস্ট্রেশনের জন্য ডাক পান গৌতম।
আরও পড়ুন- সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya
কেলভিনেটর পেঙ্গুইন ও হ্যান্ডিপ্লাস বয় ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্র জগতে নজর কাড়েন গৌতম। তাঁর তৈরি ছবি নমিনেশন পেয়েছিল তেহরান, হিরোসিমা, বেলারুশ ও কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে। ২০১০ সালে অ্যানিমেটেড ফিল্ম 'দ্যা প্রিন্স অ্যান্ড দ্যা ক্রাউন অব স্টোন'-এর জন্য রজতকমল পান গৌতম।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)