করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন, ভর্তি হাসপাতালে
COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি।
নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। ভর্তি রয়েছেন নানাবতী হাসপাতালে। COVID-19 -এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিগ বি।
টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, ''আমাদের কোভিড ১৯ এর টেস্ট পজিটিভ এসেছে। আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমার পরিবারের সমস্ত সদস্য ও কর্মীদের টেস্ট করা হচ্ছে। এখন রিপোর্ট আসার অপেক্ষা। পরিবারের সকলেই গত ১০দিন ধরে আমার কাছাকাছিই থাকতেন। এখন সকলকেই পরীক্ষা করতে বলা হয়েছে।''
আরো পড়ুন-অমিতাভ বচ্চনের পর এবার করোনা আক্রান্ত অভিষেকও
অমিতাভ বচ্চনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ৭৭ বছরের বর্ষীয়ান অভিনেতাকে শেষবার 'গুলাবো সিতাবো' ছবিতে দেখা গিয়েছে। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় রণবীর-আলিয়া জুটির 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও দেখা যাবে তাঁকে। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১২ তম সিজনের শ্যুটিং করছিলেন বিগ বি। যদিও করোনা পরিস্থিতিতে সিনিয়ার সিটিজেনদের জন্য সরকারের নিয়মবিধির জন্য সেই কাজ শেষ করতে পারেননি তিনি।
আরও পড়ুন-করোনা আক্রান্ত রেখার নিরাপত্তারক্ষী, সিল করে দেওয়া হল বাংলো