নিজস্ব প্রতিবেদন : তাপস পালের মৃত্যুর পর ফের টলিপাড়ায় শোকের ছায়া। চলে গেলেন অভিনেতা ফকির দাস কুমার। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ফকির দাস কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফকির দাস কুমারের আদি বাড়ি বর্ধমানের মেমারিতে। বর্ধমানেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। বাংলা ছবিতে কৌতুক অভিনেতা হিসাবেই পরিচিতি পেয়েছিলেন ফকির দাস কুমার। 'মৌচাক', 'জয় জয়ন্তী', 'বিকেলে ভোরের ফুল', 'দুই পুরুষ', 'রাতের রজনীগন্ধা' সহ প্রায় ১৪টি ছবিতে মহানায়াক উত্তম কুমারের সহ অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন তিনি। শুধু মহানায়কই নন, সদ্য প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গেও অভিনয় করেছিলেন ফকির দাস কুমার। তাপস পালের সঙ্গে 'রাজেশ্বরী', 'দামাল ছেলে' সহ বেশকিছু ছবিতে দেখা গিয়েছিল ফকিরবাবুকে। তবে মহানায়ক উত্তমকুমারের অত্যন্ত কাছের ছিলেন তিনি। ফকির দাস কুমারের সঙ্গে উত্তমকুমারের পারিবারিক সম্পর্কও তৈরি হয়ে গিয়েছিল বলে জানা যায়।


আরও পড়ুন-কচুুপাতা দিয়ে শরীর ঢেকে হাসির খোরাক কিয়ারা


  


১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ফকির দাস কুমার। তবে শুধু সিনেমা নয়, মঞ্চেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন ফকিরবাবু। অভিনেতা ফকির দাস কুমারের মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। 


আরও পড়ুন- শরীরচর্চা ছাড়াই ১০ কেজি ওজন কমিয়েছেন কীভাবে? জানালেন শ্বেতা তিওয়ারি