চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা গৌতম দে
দীর্ঘদিন ধরেই থিয়েটার, নাট্যজগতের সঙ্গে যুক্ত তিনি। জনপ্রিয় সিরিলায় ‘জন্মভূমি’তে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌতম দে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সোমবার সকাল ৭টা নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দীর্ঘদিন ধরেই থিয়েটার, নাট্যজগতের সঙ্গে যুক্ত তিনি। জনপ্রিয় সিরিলায় ‘জন্মভূমি’তে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বর্তমানে তিনি অভিনয় করছিলেন ‘রানি রাসমণি’ সিরিয়াল, ‘হৃদয়হরণ বিএ পাস’। তাছাড়াও তাঁর অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলি হল ‘কুসুমদোলা’, ‘তিথির অতিথি’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’।
তাঁর প্রয়াণ নাট্যজগতে অপূরণীয় ক্ষতি, বলছে শিল্পীমহল। শোকস্তব্ধ টলিপাড়া।