নিজস্ব প্রতিবেদন : সবে সবে সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। টেলিভিশনের পর্দা থেকে বাস্তবে যখন জুটি বাঁধেন, তাঁদের সেই শুভ পরিণয়ের খবর পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা।
'অর্ধাঙ্গিনী' নামের একটি মেগা ধারাবাহিকে প্রথম তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপরই রিল থেকে রিয়েল-এও দমদার জুটি হয়ে ওঠেন তাঁরা। বুঝতেই পারছেন, টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি জিতু কমল এবং নবনিতা দাসের কথাই বলা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো, অভিনেত্রী এনা সাহার এই ছবিগুলি দেখেছেন


বিয়ের পর দুর্গা পুজো এবং পরে লক্ষ্মী পুজো জমিয়ে কাটালেন জিতু কমল এবং নবনিতা দাস। ব্যস্ত জীবেন প্রতিদিনের ব্যস্ততা থেকে সময় বের করে নিয়ে বাড়িতে লক্ষ্মীর আরাধনা করেন জিতু-নবনিতা। জি ২৪ ঘণ্টা ডট কম-কে এ বিষয়ে জিতু কমল জানান, রবিবার মাত্র ৪ ঘণ্টার মধ্যে লক্ষ্মী প্রতিমা বাড়িতে এনে সাজিয়ে গুছিয়ে পুজোয় বসেন তাঁরা। 
দেখুন সেই ছবি...






ওই ৪ ঘণ্টা সময়ের মধ্যেই আলপনা দেওয়া থেকে শুরু করে, মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেওয়া, সবকিছুই সারেন জিতু-নবনিতা।