নিজস্ব প্রতিবেদন : ৬ মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হল বলিউড অভিনেতা রজপাল যাদবকে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, তা শোধ না করাতেই রজপাল যাদবকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির করকরডুমা আদালতের তরফেই বলিউড অভিনেতার কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : জন্মদিনে শুভেচ্ছা 'প্রিয়' মানুষকে, ফের ভাইরাল দক্ষিণী কন্যা প্রিয়ার নাচের ভিডিও


রিপোর্টে প্রকাশ, ২০১০ সালে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৫ কোটির ঋণ নেন রজপাল যাদব এবং তাঁর স্ত্রী রাধা যাদব। ‘আতা পাতা লাপাতা’ নামে একটি সিনেমার প্রযোজনার জন্যই দিল্লির ওই ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রজপাল। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও, ঋণের সেই টাকা ফেরত দেননি রজপাল যাদব। এরপরই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিল্লির ওই ব্যবসায়ী।


যদিও এ বিষয়ে রজপাল যাদবের বিরুদ্ধে কোনও মন্তব্য করা হয়নি।