প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তাপস পাল
মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা তাপস পাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন : তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
'দাদার কীর্তি' দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় তাপস পালের। এরপর 'অনুরাগের ছোয়া', 'সুরের আকাশ', 'চোখের আলো'-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি এক সময় রাজনীতিতেও হাজির হন তাপস পাল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর রোজভ্যালি কাণ্ডে নাম জড়িয়ে পড়ায়, একাধিক বিতর্কের মুখে পড়েন টলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
আরও পড়ুন : বাংলা সিনেমার জগতে নক্ষত্র পতন, চলে গেলেন 'সাহেব'
২০০৯ সালে চিটফান্ড কাণ্ডে নাম জড়িয়ে পড়ে তাপস পালের। ওই ঘটনার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের ততকালীন সাংসদ। চিটফান্ড কাণ্ডে তাপস পালের নাম জড়ানোর পর রীতিমতো বিস্ফোরণ ঘটান অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। যদিও দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত ভুবনেশ্বেরে সিবিআইয়ের কবজা থেকে মুক্তি পান তাপস পাল। তারপর থেকেই ক্রমশ রাজনীতি থেকে সরে দাঁড়াতে শুরু করেন তিনি।