Actor Veena Kapoor : ব্যাট দিয়ে মাথা থেঁতলে খুন! মৃত্যুর ৫ দিন পর অভিনেত্রী জানালেন `আমি বেঁচে আছি...`
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বর্ষীয়ান, জনপ্রিয় টেলি অভিনেত্রী বীণা কাপুরকে খুন করেছেন তাঁর ছেলে। গত শনিবারই জানা গিয়েছিল অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর। জানা যায়, বেসবলের ব্যাট দিয়ে মায়ের মাথা থেতলে দেয় তাঁর ছেলে। এখানেই শেষ নয়, এরপর মায়ের দেহ নিয়ে গিয়ে ৯০ কিলোমিটার দূরে নদীতে ভাসিয়ে দেন। এমন খবরে শিউরে উঠেছিল বি-টাউন। কিন্তু নাহ, বুধবার, থানায় গিয়ে অভিনেত্রী বীণা কাপুর বললেন, `আমি বেঁচে আছি।`
Actor Veena Kapoor, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বর্ষীয়ান, জনপ্রিয় টেলি অভিনেত্রী বীণা কাপুরকে খুন করেছেন তাঁর ছেলে। গত শনিবারই জানা গিয়েছিল অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর। জানা যায়, বেসবলের ব্যাট দিয়ে মায়ের মাথা থেতলে দেয় তাঁর ছেলে। এখানেই শেষ নয়, এরপর মায়ের দেহ নিয়ে গিয়ে ৯০ কিলোমিটার দূরে নদীতে ভাসিয়ে দেন। এমন খবরে শিউরে উঠেছিল বি-টাউন। কিন্তু নাহ, বুধবার, থানায় গিয়ে অভিনেত্রী বীণা কাপুর বললেন, 'আমি বেঁচে আছি।'
চমকে উঠলেন তো? নাহ, বীণা কাপুরের ভূত নন, অভিনেত্রী নিজেই তাঁর ছেলেকে নিয়ে গিয়ে মুম্বই পুলিসের দ্বারস্থ হয়েছেন। দিন্ডোসী থানায় গিয়ে পুলিসের কাছে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় হেনস্থার অভিযোগ এনেছেন বর্ষীয়ান অভিনেত্রী। বীণা কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সমবেদনা জানিয়ে তাঁর ফোনে বহু মেসেজ, ফোন আসা শুরু হয়েছে। যাতে তিনি একপ্রকার তিতিবিরক্ত, কাজে মন দিতে পারছেন না। এমনকি বহু কাজ তাঁর হাত থেকে চলে যেতে বসেছে। কিন্তু আমি জানাতে চাই, আমার ছেলে আমায় খুন করেনি, আমি দিব্যি বেঁচে আছি।
এই ঘটনায় যাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই বীণা কাপুরের ছেলে অভিষেক কাপুর বলেন, 'এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে আমার কাছ থেকেও বহু ফোন আসছে। সকলে বলছেন আমি নাকি আমার মাকে মেরে ফেলেছি। এমন ভয়ানক কথা আমি তো ভাবতেও পারিনা। আমি মাকে ভীষণ ভালোবাসি, আমার মাও দিব্যি বেঁচে আছেন।'
এবার প্রশ্ন অভিনেত্রী বীণা কাপুর যদি বেঁচে থাকেন, তাহলে ঠিক কী ঘটেছে? পুলিস গ্রেফতারই বা করল কাকে? জানা যাচ্ছে, বীণা কাপুর খুন হয়েছেন ঠিকই, তবে তিনি অভিনেত্রী নন, জুহুর বাসিন্দা। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন সচিন কাপুর, তিনি জুহুর ওই মৃত বীণা কাপুরের ছেলে। অগত্যা এখানেও সেই নাম বিভ্রাট। যে কারণে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।