ওয়েব ডেস্ক : পুলিসের ম্যারাথন জেরার মুখে পড়ে ১৮০ ডিগ্রি ভোলবদল বিক্রম চট্টোপাধ্যায়ের। বললেন, সে রাতের পার্টিতে তিনি মদ খেয়েছিলেন। তবে বেসামাল হয়ে যাননি।  এমনটাই খবর পুলিস সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাহলে কী করে হল দুর্ঘটনা? পুলিস সূত্রে খবর বিক্রম বলেছেন, ঠিক কেমন করে দুর্ঘটনা হল তিনি বুঝতেই পারেননি। সম্ভবত,  ট্রাম লাইনে চাকা পিছলে গিয়েছিল। এখানেও বয়ানে পার্থক্য। সূত্রের খবর দুর্ঘটনার পরই বিক্রম পুলিসকে বলেন, উল্টোদিক থেকে চলে আসা একটি গাড়ির জন্যই দুর্ঘটনা হয়।


এদিকে, রাতের ম্যারাথন জেরা শেষের ১২ ঘণ্টার মধ্যে আবার বিক্রমকে ডেকে পাঠিয়েছে পুলিস। বেলা ১২টায় টালিগঞ্জ থানায় ডেকে পাঠানো হয়েছে অভিনেতাকে।


আরও পড়ুন, গভীর রাতে টানা ৩ ঘণ্টা জেরা বিক্রমকে, পুলিসের কাছে চাঞ্চল্যকর দাবি অভিনেতা অনিন্দ্যর