নিজস্ব প্রতিবেদন : ​করোনা ফের থাবা বসাল টলিউডে। এবার কোভিড ১৯-এ আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। যদিও অপরাজিতা আঢ্যর পরিবারের আর কেউ আক্রান্ত হয়েছেন কি না,  সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বিশ্বজুড়ে যখন থাবা বসাচ্ছে কোভিড,সেই সময় অভিনেতা, অভিনেত্রীরাও সেই তালিকা থেকে বাদ পড়ছেন না। কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, রঞ্জিত মল্লিকের পর রাজ চক্রবর্তীরও কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও প্রত্যেকে সুস্থ হয়ে বর্তমানে নতুন করে কাজ শুরু করেছেন।


বড় পর্দার অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি ছোট পর্দার বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ভিভান ঘোষ, দেবযানী মুখোপাধ্যায়দের করোনায় আক্রান্ত হওয়া খবর মেলে। বর্তামনে প্রত্যেকেই সুস্থ হয়ে ফিরেছেন শ্যুটিং ফ্লোরে।