`জগ্গা জাসুস` অভিনেত্রী বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
ওয়েব ডেস্ক: মুম্বইয়ের গুরুগ্রাম থেকে ঝুলুন্ত অবস্থায় দেহ উদ্ধার আসামের জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা বিদিশা বেজবরুয়ার। সম্প্রতি অনুরাগ বসু পরিচালিত 'জগ্গা জাসুস' সিনেমার কুশীলব বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকে। সম্পর্কের টানাপড়েনেই আত্মহত্যা করেছেন বিদিশা, প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান এমনই।
গুরুগ্রামের ডেপুটি কমিশনার অব পুলিস (পূর্ব) দীপক সাহারন জানিয়েছেন, "নিজের ভাড়া বাড়িতেই সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় বিদিশা বেজবরুয়ার দেহ উদ্ধার করা হয়েছে"। ডেপুটি পুলিস কমিশনার জানিয়েছেন, পুলিসকে বিদিশা বেজবরুয়ার ঠিকানা দিয়েছেন তাঁর বাবা। মেয়েকে অনেকবার ফোন করার পরও যখন পাননি, তখনই সন্দেহ হয়েছিল বিদিশার বাবার। এরপরই নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করেন বিদিশার বাবা। ঠিকানা নিয়ে বিদিশার ভাড়া বাড়িতে যেতেই সেখানে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিস। ভিনেত্রী বিদিশা বেজবরুয়ার রহস্যমৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় পুলিস বিদিশা বেজবরুয়ার স্বামীর সঙ্গে কথা বলে তাঁর কথা রেকর্ড করতে পারে বলেও সূত্রের খবর।