ওয়েব ডেস্ক: আর দেরি নয়, আগামী ফেব্রুয়ারি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়ফ্রেন্ড সুরজিত্‍ হরির সঙ্গে। আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে এই শুভবিবাহ। গত বছর ষড়রিপু ছবিতে কোনির দুর্দান্ত অভিনয় আবার সকলের নজর কেড়েছিল। এই ছবিরই প্রযোজক ছিলেন সুরজিত্‍। বেশ কয়েক মাস আগে তাঁরা দুজনে ইয়োরোপ টুরেও গিয়েছিলেন একসঙ্গে। সম্পর্ক যে বিয়ের দিকেই গড়াচ্ছে, সেটা জানতেন বন্ধুমহল। এখন বিয়ের প্রস্তুতিতেই মেতে আছেন নায়িকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING