নিজস্ব প্রতিবেদন : মৌসুমি চট্টোপাধ্যায়ের (Moushumi Chatterjee) বিরুদ্ধে এবার মুখ খুললেন তাঁর জামাই ডিকি সিনহা৷ সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি মুখ খোলেন ডিকি৷  তিনি বলেন, ৪৫ দিন পর স্ত্রী পায়েলের অস্থি বিসর্জন করবেন তিনি৷  ত্রিবেণী সংগমে স্ত্রীর অস্থি বিসর্জনের পর আইনি পদক্ষেপ নেবেন বলে স্পষ্ট জানান মৌসুমি-কন্যা পায়েলের স্বামী (Dicky Sinha) ডিকি সিনহা৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর
তিনি বলেন, পায়েলকে চিকিতসা করানো হয়নি বলে যে অভিযোগ করেন মৌসুমি চট্টোপাধ্যায়, তা অহেতুক৷  হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন (Payel) পায়েল৷ সেখানেকার সব কাগজপত্র তাঁর কাছে রয়েছে৷  ওইসব কাগজপত্রেই স্পষ্ট প্রমাণ রয়েছে, তিনি পায়েলের চিকিতসা করিয়েছেন কি না৷  শুধু তাই নয়, পায়েলকে বাড়িতে আনার পর প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে দিয়ে তাঁর দেখাশোনা করা হত কিন্তু সিনহাদের সেই দাবি নস্যাত করেন মৌসুমি৷ 


 


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


বর্ষীয়ান অভিনেত্রীর দাবি, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স দিয়ে নয়, প্রশিক্ষণহীন নার্স দিয়েই তাঁর মেয়ের দেখাশোনা করা হত৷ মৌসুমির সেই দাবিকে নস্যাত করে দেন ডিকি সিনহা৷  তিনি বলেন, পায়েলের দেখাশোনার জন্য কাকে কীভাবে রাখা হয়েছিল, কে কী ওষুধ দিয়েছেন, কখন খাবার দিয়েছেন, জল দিয়েছেন, তার রেকর্ড রয়েছে৷  তাই মৌসুমি চট্টোপাধ্যায় যে দাবিই করুন না কেন, তা ভুল প্রমাণ করার মতো যথেষ্ঠ প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে স্পষ্ট জানান ডিকি সিনহা৷ 


আরও পড়ুন : নরওয়েতে ছুটি কাটাচ্ছেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়, শেয়ার করলেন ছবি
এসবের পাশাপাশি তিনি আরও বলেন, পায়েলের অস্থি বিসর্জনের পর মৌসুমি চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবেন তিনি৷  আইনি পথেই মৌসুমিদের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করবেন বলে স্পষ্ট জানান পায়েলের স্বামী ডিকি সিনহা৷