নেহরু-গান্ধী পরিবারের বিরুদ্ধে `অশালীন` মন্তব্য, গ্রেফতার অভিনেত্রী পায়েল রোহতগি
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন সংগ্রাম সিং
নিজস্ব প্রতিবেদন: নেহরু পরিবার সম্পর্কে অশালীন মন্তব্য করায় গ্রেফতার করা হয় অভিনেত্রী (Payal Rohatgi) পায়েল রোহতগিকে৷ সোমবার সকালে তাঁকে ৮ দিনের (Jail) জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ রাজস্থানের একটি জেলেই আপাতত রাখা হয়েছে পায়েল রোহতগিকে৷
সম্প্রতি একটি ভিডিয়ো তৈরি করে সেখানে মোতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে রাজস্থান পুলিস গ্রেফতার করে বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে৷
রবিবার সকালে রাজস্থানের বুন্দি পুলিসের হাতে আটক হওয়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর শেয়ার করেন মডেল, অভিনেত্রী পায়েল রোহতগি৷ তাঁর দাবি, নেহরু এবং গান্ধীদের নিয়ে যে ভিডিয়ো তিনি তৈরি করেছে, তা গুগল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে৷ ফলে কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন তেলেন পায়েল৷ পাশাপাশি নেহরু এবং গান্ধীদের বিরুদ্ধে মন্তব্য করে যেভাবে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার ফলে একজন মানুষের বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে৷ বাক স্বাধীনতার নামে প্রহসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন পায়েল৷
আরও পড়ুন : বিরাট-অনুষ্কার সন্তান হলে হয়ত রেহাই পাবে তৈমুর, বিরক্ত শর্মিলা
প্রসঙ্গত, গান্ধী এবং নেহরু পরিবারের সম্পর্কে যে ভিডিয়ো তৈরি করেন পায়েল, সেই ট্যুইটে (PMO) প্রধানমন্ত্রী দফতর এবং (HMO) স্বরাষ্টরমন্ত্রীর দফতরকেও ট্যাগ করা হয়৷
পুলিসের তরফে জানানো হয়, ভারতীয় দণ্ডবিধির আইটি অ্যাক্টের মাধ্যমের পায়েল রোহতগিকে তাঁর আহমেদাবাদের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়৷ তবে পুলিসের সঙ্গে অভিনেত্রী কোনও সহযোগিতা করছেন না৷ ফলে তাঁকে রাজস্থানের বুন্দিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, সোমবার সকালে (Arrest)গ্রেফতার করা হয় (Actress) অভিনেত্রীকে৷ তাঁক আপতত ৮ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে বলে খবর৷
আরও পড়ুন : বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর
রিপোর্টে প্রকাশ, অন্তবর্তী জামিনের আবেদন করেছিলেন পায়েল রোহতগি কিন্তু সোমবার সকালেই জেলে পাঠানো হয় তাঁকে৷ এদিকে পায়েলের গ্রেফতারির পরই মুখ খোলেন তাঁর বন্ধু সংগ্রাম সিং৷ পায়েলের গ্রেফতারির বিষয়টি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে খতিয়ে দেখেন, সে বিষয়েও আবেদন জানান (Sangram Singh)সংগ্রাম৷