নিজস্ব প্রতিবেদন : ​বিজেপিতে (BJP) যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। জেপি নাড্ডার উপস্থিতিতেই আজ বিজেপির পতাকা হাতে তুলে নেন পায়েল। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল পায়েলকে নিয়ে। টলিউডের এই অভিনেত্রীও হয়ত এবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যায়। সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন পায়েল। প্রসঙ্গত জীবনে নতুন কিছু করলে তা অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন বলে সম্প্রতি এক সাক্ষাতকারে জি ২৪ ঘণ্টাকে জানান পায়েল। সেই অনুযায়ী এবার জেপি নাড্ডার হাজিরাতেই গেরুয়া শিবিরে যোগ দেন পায়েল সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দল বদলের পালা অব্যাহত। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) থেকে যশ দাশগুপ্তরা যখন বিজেপিতে যোগ দেন, সেই সময় জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষরা। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে যায়। 'বামপন্থী' মনোভাবাপন্ন সায়নী ঘোষ যখন বুধবার তৃণমূলে কংগ্রেসে যোগ দেন, সেই সময় একের পর এক মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে নিয়ে পালটা মুখ খোলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।


আরও পড়ুন : 'Saayoni-ও বিক্রি হয়ে গেলি? খেলতে নামলি?' ক্ষোভ Sreelekha-র


যদিও তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান নিয়ে সায়নী এখনও প্রকাশ্য মুখ খোলেননি। তবে তৃণমূলে যোগ দিয়ে 'বাংলা ঘরের মেয়েকেই চায়' বলে মন্তব্য করেন সায়নী। কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।