নিজস্ব প্রতিবেদন : ​কঙ্গনা রানাউত স্বীকার করেছেন যে তিনি মাদক সেবন করতেন। তাহলে কঙ্গনাকে কেন সমন পাঠাচ্ছে না এনসিবি! হোয়াটস অ্যাপের চ্যাটের প্রেক্ষিতে যদি অন্য অভিনেত্রীদের সমন পাঠানো হয়, তাহলে কঙ্গনা কেন বাকি থাকছেন! দীপিকা পাড়ুকোন, সারা আলি খানদের সমন পাঠানোর পর এভাবেই ফুঁসে উঠলেন কংগ্রেস নেত্রী তথা এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাগমা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন নাগমা।  সংবাদমাধ্যমে সামনে বিভিন্ন গোপন তথ্য প্রকাশ করে এনসিবি অভিনেত্রীদের ইমেজ নষ্ট করতে চাইছেন বলেও অভিযোগ করেন নাগমা। 


দেখুন...


 



বুধবার বিকেলে মাদক মামলায় সমন পাঠানো হয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে আসার পরই দীপিকাকে সমন পাঠানো হয়। বলিউডে মস্তানিকে সমন পাঠানোর পশাপাশি তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ, অভিনেত্রী সারা আলি খান এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটাকেও পাঠানো হয় সমন।  বি টাউনের আরও এক জনপ্রিয় অভিনেত্রীকে বুধবার বিকেলে সমন পাঠানো হয় বলে জানা যায়। 


আরও পড়ুন  : মাদক মামলায় দীপিকার নাম জড়াতেই ফের 'বুলিউড মাফিয়াদের' তীব্র আক্রমণ কঙ্গনার


দীপিকার পাশাপাশি এবার এনসিবির নজর রয়েছে আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা এবং প্রযোজকের দিকে।  পাওয়া যাচ্ছে এমন খবর।  যদিও প্রযোজক মধু মানটেনাকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার বয়ান এবং পরে করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক চ্যাটের তথ্য প্রকাশ্যে আসতেই বলিউড জুড়ে শোরগোল শুরু হয়েছে।  এমনকী, এনসিবির তদন্তের প্রেক্ষিতে 'এস' নামের কোনও তারকা জেলেও যেতে পারেন বলে সূত্রের তরফে পাওয়া যাচ্ছে খবর।