জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। আবারও আত্মহত্যার শিকার আরও এক অভিনেত্রী। সোমবার মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত হলেন মালায়ালম অভিনেত্রী(Malayalam Actress) রেঞ্জুশা মেনন(Renjusha Menon)। তিরুবন্তপুরমে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা(Suicide) করেছেন অভিনেত্রী, এমনটাই খবর। ঐ ফ্ল্যাটে তিনি ও তাঁর স্বামী মনোজ থাকতেন। মনোজও একজন অভিনেতা। সূত্রের খবর, আর্থিক টানাপোড়েনে ভুগছিলেন অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাত পর্যবেক্ষণে পুলিসের অনুমান আত্মহত্যাই করেছেন অভিনেত্রী রেঞ্জুষা। তাঁর দেহ উদ্ধারের পরেই পুলিস তদন্ত শুরু করেছে। ফ্ল্যাট থেকে দেহ নিয়ে পাঠানো হয়েছে ময়না তদন্তে। স্থানীয় সূত্র অনুযায়ী অভিনেত্রী ছিলেন কোচির বাসিন্দা। ছোটপর্দার এই অভিনেত্রী কেরিয়ারের শুরু করেছিলেন টিভি শোয়ের সঞ্চালিকা হিসাবে। স্ত্রী ধারাবাহিকের হাত ধরে মালায়ালম টিভি সিরিয়ালে ডেবিউ করেন রেঞ্জুষা।


আরও পড়ুন- Malaika Arora: জন্মদিনেই বিমান থেকে ঝাঁপ মালাইকার, ভাইরাল ভিডিয়ো...


শুধুমাত্র টিভি শোই নয়, বেশ কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন রেঞ্জুষা। ‘সিটি অফ গড’, ‘মারিকুন্ডোরু কুনজাদু’, ‘বম্বে মার্চ’, ‘কারিস্তান’, ‘ওয়ান ওয়ে টিকিট’, ‘অথভুটা দ্বীপু’ সহ আরও বেশ কিছু ছবিতে ও টিভি সিরিয়ালে দেখা যায় তাঁকে। এই ছবি ও টিভি সিরিয়ালের হাত ধরেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন অভিনেত্রী। জনপ্রিয়তাও পান তুমুল।



বেশ কয়েকটি টিভি সিরিয়ালে প্রযোজক হিসাবেও কাজ করেন অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়, রেঞ্জুষা মেনন ছিলেন প্রফেশনাল ভরতনাট্যম নৃত্যশিল্পী। স্বামী ছাড়াও রেঞ্জুষার পরিবারে বর্তমান তাঁর বাবা সি জি রবীন্দ্রনাথ ও মা উমাদেবী। আত্মহত্যার কিছু সময় আগেই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি মজার ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে দেখা যায় তাঁর সহ অভিনেত্রী শ্রীদেবী অনিলকেও।


আরও পড়ুন- 'জেলে আমায় নগ্ন হতে বাধ্য করা হয়!'


আচমকা রেঞ্জুষার এই মৃত্যুর খবরে হতবাক তাঁর অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। গত মাসে আরও এক মালায়লম অভিনেত্রী অপর্ণা নায়ারও আত্মহত্যা করেছিলেন। রেঞ্জুষারই সমসাময়িক ছিলেন তিনি। একই ভাবে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন অপর্ণা।


(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)