নিজস্ব প্রতিবেদন :  ১৭ নভেম্বর ছিল অভিনেতা সাহেব ভট্টাচার্যের জন্মদিন। সেই জন্মদিনের পার্টিতেই জমিয়ে নাচলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। স্বামী গৌরব নয়, সাহেবের সঙ্গেই 'তনু ওয়েডস মনু'র 'সাডি গালি' গানে জমিয়ে নাচতে দেখা গেল ঋদ্ধিমাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষেক বন্ধুত্বের কথা অনেকেরই জানা। তাঁরা একপ্রকার বেস্ট ফ্রেন্ড বললেও ভুল হয় নাফ কখনও একসঙ্গে বেড়াতে যেতে, কখনওবা একসঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁদের। গত ১৭ নভেম্বর সাহেব ভট্টাচার্যের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। বাবা সুব্রত ভট্টাচার্য (খ্যাতনামা ফুটবলার)  ও মাকে সঙ্গে নিয়েই কেক কাটতে দেখা গেল সাহেবকে। তবে ছিলেন না সাহেবের বোন সোনম ও ভগ্নিপতি সুনীল ছেত্রী। জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন সাহেব। ঋদ্ধিমার সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করে গৌরব লিখেছেন 'কাহিনী মে টুইস্ট'।


আরও পড়ুন-বিয়ে করছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য! পাত্রী কে?




প্রসঙ্গত, 'হইচই'এর ওয়েব সিরিজ 'ডিটেকটিভ'এ অভিনয় করেছেন সাহেব। খুব শীঘ্রই শেখর ঘোষের পরিচালনায়, সৌরসেনী মৈত্রর বিপরীতে একটি ছবিতে দেখা যাবে তাঁকে। 


আরও পড়ুন-প্রথমবার প্রকাশ্যে শিল্পা শেঠি কন্যা সামিশা, ভাইরাল ভিডিয়ো