নিজস্ব প্রতিবেদন : 'আমি আমার লুক পালটেছি কিন্তু মতাদর্শ বদল করিনি।' নিজের সোশ্যাল হ্যান্ডেলে এভাবেই ফের স্টেটাস শেয়ার করলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহাগঞ্জের সভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন টলিউডের (Tollywood) একঝাঁক তারকা। যার মধ্যে কাঞ্চন মল্লিক থেকে জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়রা ছিলেন। তৃণমূলে (TMC) যোগ দেন অভিনেত্রী সায়নী ঘোষও। সায়নী ঘোষ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। অতীতে 'বামপন্থী' মনোভাবাপন্ন সায়নীর দলবদল নিয়ে মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। এরপরই সায়নীকে (Saayoni Ghosh) নিয়ে মুখ খোলেন শ্রীলেখা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে হাজির হয়ে রাজনৈতিক উত্তাপ এবং তরজা নিয়ে মুখ খোলেন সায়নী ঘোষ। এরপরই সায়নীকে নিয়ে জোর চর্চা শুরু হলে, অভিনেত্রী দেবলীনা দত্ত ময়দানে নামেন। সায়নীর সমর্থনে মুখ খোলায়, দেবলীনাকেও কটাক্ষের মুখে পড়তে হয়। বুধবার সাহাগঞ্জের সভা মঞ্চ থেকে সায়নী এবং দেবলীনার উপর বিজেপির আক্রমণ এবং কটাক্ষ নিয়ে পালটা মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সায়নী টুইটে দুটো কথা বলেছেন বলে কেন তাঁদেরকে এভাবে কটাক্ষের মুখে পড়তে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।