নিজস্ব প্রতিবেদন : ​'কৃষ্ণকলি' অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণার সম্পর্কের কথা টেলি টাউনের বেশ চর্চিত একটি বিষয়। অভিনয়ের বাইরে প্রায়শই নীলের সঙ্গে বিভিন্ন ফটোশুট করতে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীকে। যা নিয়ে নীল এবং তৃণার ভক্তরাও বেশ উচ্ছ্বসিত থাকেন।  এবার সেই তৃণা পুজোর আগে একটি নতুন ভিডিয়ো শেয়ার করলেন। যেখানে নতুন বউয়ের সাজে দেখা যায় তৃণাকে।  তাহলে কি লুকিয়েই বিয়ে সেরে ফেললেন তৃণা সাহা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : শাহরুখ বা গৌরীর আদল নয়, কার মতো দেখতে সুহানাকে! ফাঁস রহস্য


বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি 'খড়কুটো' নামে একটি মেগায় তৃণা সাহা অর্থাত পর্দার গুনগুনের বিয়ে দেখানো হচ্ছে।  সেই উপলক্ষেই তৃণাকে নতুন বউয়ের সাজে দেখা যায়। খড়কুটো নামে সেই ধারাবাহিকের একটি মুহূর্তের ভিডিয়ো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তৃণা।  অভিনেত্রীর সেই ভিডিয়োই আপাতত ভাইরাল সামাজিক মাধ্যমে।  


দেখুন সেই ভিডিয়ো ...


 



নতুন ওই ভিডিয়োর সঙ্গে তৃণা ক্যাপশন জুড়ে দেন, 'গুনগুনের বিয়েতে আপনারা আসবেন তো' বলে। 


সম্প্রতি এসভিএফ-এর গানের ভিডিয়ো 'দুগ্গা এল'-তে দেখা যায় তৃণা সাহাকে। যেখানে প্রিয়াঙ্কা সরকার, স্বস্তিকা দত্ত, সন্দীপ্তা সেনের মতো একঝাঁক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তৃণাকে।