নিজস্ব প্রতিবেদন : ​বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির বড় মেয়ে সাজা মোরানির করোনায় আক্রান্ত হওয়া খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে সাজা মোরানিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : ​প্রধানমন্ত্রীর আহ্বান, একতার বার্তার মাঝেই 'ভারত মাতা কি জয়' স্লোগান হেমার


রিপোর্টে প্রকাশ, করিম মোরানির ছোট ভাই মহম্মদ মোরানি জানান, তাঁর বড় ভাইজি সাজা সম্প্রতি শ্রীলঙ্কায় বেড়াতে যান। অন্যদিকে সাজার বোন জোয়া অর্থাত বলিউড অভিনেত্রী জোয়া মোরানি ফেরেন রাজস্থানের জয়পুর থেকে। জয়পুর থেকে ফেরার পর থেকেই অভিনেত্রী জোয়ার সর্দি, কাশি দেখা দেয়। ফলে চিকিতসকের পরামর্শ নিয়ে কোভিড ১৯-এর পরীক্ষা করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। জোয়ার পাশাপাশি সাজা শ্রীলঙ্কা থেকে ফিরলেও, তাঁর কোনও উপসর্গ দেখা দেয়নি। তাসত্ত্বেও জোয়া এবং সাজা, দুজনেরই করোনা পরীক্ষা করানো হয়। 


আরও পড়ুন  : ফের করোনার থাবা বলিউডে, শাহরুখের সিনেমার প্রযোজকের মেয়ে আক্রান্ত কোভিড ১৯-এ



পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যায়, জোয়ার কিছু হয়নি কিন্তু কোনও উপসর্গ না থাকা সত্ত্বেও সাজা কোভিড ১৯-এ আক্রান্ত। এরপরই সাজাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে জোয়াকে ভর্তি করা হয় কোকিলাবেন হাসপাতালে।


মহম্মদ মোরানি আরও জানান, সাজা কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার পরই পুরসভার তরফে তাঁদের গোটা বাড়ি সিল করে দেওয়া হয়েছে। পুরসভার তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সবকিছুতেই তাঁরা সহযোগিতা করবেন।