নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই তিনি বিতর্কে জড়িয়ে রয়েছেন। বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত তাঁকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। পরিবর্তে কঙ্গনা রানাওয়াতকে আইনি নোটিসও পাঠিয়েছেন আদিত্য পাঞ্চোলি। সম্প্রতি তিনি আবার খবরের শিরোনামে। তবে, এবার একেবারে আলাদা একটি কারণে।


দেখা করতে চাওয়া ক্যানসার রোগীর ডাকে সাড়া দিলেন শাহরুখ খান


জানা গিয়েছে, শনিবার ভারাসোভা থানায় অভিনেতা আদিত্য পাঞ্চোলি অভিযোগ দায়ের করেন যে, বেশ কিছুদিন ধরেই তিনি একটি উড়ো ফোন পাচ্ছেন। এক অপরিচিত ব্যক্তি তাঁকে ফোন করে ২৫ লক্ষ টাকা দাবি করছে। ১৮ অক্টোবর থেকে তিনি এই ফোন পাচ্ছেন। ওই ব্যক্তি নিজেকে মুন্না পুজারি নামে পরিচয়ও দিয়েছে। শুধু তাই নয়, পাঞ্চোলি এমনও অভিযোগ জানিয়েছেন যে, ওই ব্যক্তি টাকা ট্রান্সফারের জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও তাঁকে দিয়েছে।


ফের পাইরেসির থাবা, অনলাইনে ফাঁস হল 'গোলমাল এগেইন'!