ওয়েব ডেস্ক: অতীতের বিভিন্ন বিতর্কিত কথা প্রকাশ্যে বলে প্রায়ই হেডলাইন তৈরি করছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে গিয়ে হৃত্বিক রোশন প্রসঙ্গ ছাড়াও আদিত্য পাঞ্চোলি সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছিলেন। অতীতে তাঁর সঙ্গে আদিত্য পাঞ্চোলি কী করেছিলেন, তা প্রকাশ্যে বলেছিলেন কঙ্গনা। উত্তরে আদিত্য জানিয়েছিলেন যে, তিনি কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। সম্প্রতি পিঙ্কভিলা ডট কমকে আদিত্য পাঞ্চোলি জানিয়েছেন যে, তিনি কঙ্গনাকে খুব ভয় পাচ্ছেন। কিন্তু কেন এমন মন্তব্য করলেন আদিত্য?


আপনি কি জানেন, 'ওম শান্তি ওম'-র জন্য দীপিকার নাম প্রস্তাব করেছিলেন কে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিঙ্কভিলা ডট কমকে আদিত্য পাঞ্চোলি বলেন, ‘হে ভগবান। আমি এখন ওকে (কঙ্গনাকে) খুব ভয় পাচ্ছি। জানি না এখন কী বলব। সময় ঠিকই বলবে, কে ঠিক ছিল আর কে ভুল। সবাই বলছে এটা একটা সাজানো প্রচারমূলক কৌশল। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। যদি কোনও ব্যক্তি কোনও খারাপ কথা বলে, তাহলে আমার কী বলার থাকতে পারে? আমার শুধু ওর জন্য চিন্তা হচ্ছে। ওকে ভয়ও পাচ্ছি।’


প্রসঙ্গত, ২০০৬ সালে ’গ্যাংস্টার’ ছবি মুক্তির সময়ে আদিত্য পাঞ্চোলির সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক ছিল বলে শোনা যায়।


হৃত্বিক রোশনের দিদির এখনকার ছবিটা দেখলে চমকে যাবেন!