COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: সম্পর্কের বিতর্ক পিছু ছাড়ছে না বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছে পুরনো বছরেই। ক্যাটরিনা নিজে সে কথা স্বীকারই যে শুধু করেছেন তা নয়, আরও একধাপ এগিয়ে রণবীর কাপুরকে 'প্রতারক' বলতেও ছাড়েননি। যদিও কোথাও কখনও নাম করেননি প্রাক্তন প্রেমিকের, তবে সম্পর্কে প্রতারিত হয়েছেন, এটা সাফ জানিয়েছিলেন ক্যাট। এখনও নানা সময়ে রণবীর কাপুরকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। যা বিড়ম্বনায় ফেলেছে তাঁকে। এবার তাঁর নামের সঙ্গে জুড়ল তাঁর 'ভালো বন্ধু' আদিত্য রায় কাপুরের নাম। আরও পড়ুন- 'সম্পর্কে প্রতারিত হয়েছি', রণবীরের বিরুদ্ধে বিস্ফোরক ক্যাটরিনা


 



বি-টাউনে এমনও শোনা গিয়েছে, রণবীর কাপুরের হাউস পার্টিতে আদিত্য যাননি কারণ ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্কের ভাঙন। এমনও শোনা যায় রণবীরকে রাগাতে ক্যাটরিনা আরও বেশি করে একাত্ম হন আদিত্যর সঙ্গে। তবে এই গসিপে জল ঢেলেছেন আদিত্য নিজেই। একটি সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেতা জানান, 'এটা খুব হাস্যকর'। "আমার সঙ্গে ক্যাটরিনার বন্ধুত্ব দৃঢ়, মিডিয়া এটা নিয়ে বাড়াবাড়ি করছে", সাফ কথা আদিত্যর। আরও পড়ুন- ফেসবুকে ক্যাটরিনা আর আদিত্য রয় কাপুরের কথপোকথনই এখন আলোচনার বিষয়!