করণ জোহরের পাশে বি-টাউন, নির্ধারিত দিনেই মুক্তি অ্যায় দিল হ্যায় মুশকিলের
ওয়েব ডেস্ক: অ্যায় দিল হ্যায় মুশকিল নিয়ে বির্তক পিছু ছাড়ছেনা করণ জোহরের। একের একের পর এক সমস্যায় করণ জোহর। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে ছবিতে নিয়ে ঝঞ্ঝাট শুরু হয়েছিল অনেক আগে থেকেই। দেশের চারটি রাজ্যে সিঙ্গল স্ক্রিনে এই ছবির মুক্তি বাধা পায়। তবে পরিচালকের পাশে দাড়িয়েছে তামাম বলিউড। পাঁচটি কাট দিয়ে এই ছবিকে পাশ করায় সিভিএফসি। তবে আবার বিতর্ক উসকে দিয়েছে আর এক পরিচালক অনুরাগ কাশ্যপের টুইট।
কেজোকে তিনি সমর্থন করেছেন বটে কিন্তু একের পর এক টুইটে খোঁচা দিতে ছাড়েননি দেশের প্রধানমন্ত্রীকেও। পাকিস্তান সফরে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করলেও সিনেমার ক্ষেত্রে এই অসহিষ্ণুতা কেন? দেশ কি ছবির থেকে রেভিনিউ পায় না? শুধু অনুরাগ কাশ্যপ নয়। করণ জোহরের পাশে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা, সাজিদ নাদিয়াওলা, পরেশ রাওয়ালের মতো অভিনেতারা। এ সমস্ত কিছুর মধ্যেও পরিচালকের স্থির করা নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে অ্যায় দিল হ্যায় মুশকিল। বার বার পাকিস্তানি শিল্পীদের এ দেশে হেনস্থা হওয়ার ঘটনায় এ দেশের অভ্যন্তরীণ অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে না? এমনটাই প্রশ্ন উঠছে বি-টাউনে।