নিজস্ব প্রতিবেদন: কয়েক সপ্তাহ আগেই সব জল্পনায় জল ঢেলে দিয়ে আলিয়া সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নেন রণবীর। GQ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, '' এটা এক্কেবারেই নতুন সম্পর্ক। ়এখনই এটা নিয়ে কথা বলার সময় আসেনি। এই সম্পর্কটা পরিণত হতে আরও কিছুটা সময় দিন, সম্পর্কটাকে প্রাণ ভরে শ্বাস নিতে দিন।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাশাপাশি রণবীর বলেন,  ''প্রত্যেক মানুষই প্রেমে পড়লে নানান ধরনের কাজকর্ম করে থাকে। আমি বিশ্বাস করি ভালোবাসা হল এমন একটা জিনিস যেটা যেকোনও কারোর জীবনে এলে অতিরিক্ত কিছু নিয়ে আসে, মানুষের মনকে ভালো রাখে। ভালোবাসা বা ভালোবাসার মানুষটি যদি সঠিক হয় তাহলে সেটা একে অপরের জীবনে সবকিছু ইতিবাচক বার্তা নিয়ে আসে। ভালোবাসা সঠিক হলে সবকিছুই সুন্দর হয়ে ওঠে।''


আরও পড়ুন-মেয়ের সঙ্গে সানি, ছবি নিয়ে তুমুল বিতর্ক


এদিকে আলিয়া ভাট অবশ্য ইতিমধ্যেই রণবীরকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিনি ইঙ্গিত দিয়েই রেখেছেন যে ৩০ এর আগেই বিয়ে করতে তিনি তৈরি। আলিয়ার কথায়, ''আমি লিভ ইন রিলেশনশিপ-এ বিশ্বাস করি না আর তাই হয়ত তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে পারি। অন্যান্য অভিনেত্রীরা যেমন দেরিতে বিয়ে করে, আমি তাদের সবাইকে অবাক করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতেই পারি। যদি আমি মনে করি আমি এমন কোনও পরিস্থিতিতে আছি যে আমি বিয়ের সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমি সেই পদক্ষেপ নিয়ে নেব। কারণ আমি সবসময়ই বিয়ে করতে চেয়েছি সন্তানের জন্য। যদি আমি মনে করি যে আমি সন্তান চাই, তাহলে আমি বিয়ে করে ফেলব। তবে হ্যাঁ আমি বিয়ের পরেও কাজ করব।'' 


রণবীর আলিয়ার এই সমস্ত কথাবার্তা থেকেই ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রণবীর-আলিয়া খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? আর সম্প্রতি এই জল্পনাই উস্কে দিয়েছেন রণবীর নিজেই। সম্প্রতি 'সঞ্জু'র প্রমোশনে ফক্স স্টার হিন্দির টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলেছেন রণবীর। সেখানেই তাঁকে এক ভক্ত কে প্রশ্ন করে বসেন যে তিনি কবে বিয়ে করছেন? টুইটার চ্যাটে রণবীর তাঁকে উত্তর দেন 'হয়ত খুব শীঘ্রই'।



পাশাপাশি 'সঞ্জু' প্রমোশনে ভক্তদের সঙ্গে কথপোকথনের সময় রণবীরকে বিশেষ কারোর উদ্দেশ্যে বিয়ের প্রস্তাব রাখতে দেখা যায়। উত্তরে ওই ভক্ত রণবীকে জানায় তিনিও নাকি রণবীরের ফ্যান। আশা করা যায় এই বিয়ের প্রস্তাবও রণবীর আলিয়ার কাছেও শীঘ্রই রাখবেন।



 আরও পড়ুন-ফাদার'স ডেতে বাবা কুণালের সঙ্গে ইনায়ার বিশেষ ছবি পোস্ট করলেন সোহা