নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হানার ঘটনায় সরব হয়েছে বলিউড। শহিদদের পরিবারের জন্য এগিয়ে এসেছেন অনেকেই। তাঁদের পরিবারের জন্য ইতিমধ্যেই অর্থ সাহায্য করেছেন অমিতাভ বচ্চন, উড়ি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক সিনেমার প্রযোজক, রনি স্ক্রুওয়ালা সহ আরও বেশ কয়েকজন। এবার 'ভারত কে বীর ফান্ড'-এ অর্থ সাহায্য করলেন সলমন খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলওয়ামার শহিদদের জন্য অর্থ সাহায্যের জন্য সলমনকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি টুইটারে লিখেছেন, সলমনকে পুলওয়ামার শহিদদের অর্থ সাহায্যের জন্য ধন্যবাদ। আমি সলমনের পাঠানো চেক 'ভারত কে বীর' ফান্ডে পাঠিয়ে দেব। 


আরও পড়ুন-'ভবিষ্যতের ভূত'-এর প্রদর্শন বন্ধ হওয়ায় কড়া সমালোচনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের



প্রসঙ্গত, এর আগে শহিদ জওয়ানদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে টুই করেছিলেন সলমন।



প্রসঙ্গত, পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায়, নিজের প্রযোজনা সংস্থার ছবি 'নোটবুক' থেকে আতিফের নাম তুলে নিয়েছেন সলমন। খান। তবে শুধু সলমন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের তরফে ভারতে সমস্ত পাকিস্তানি শিল্পীদের নিসিদ্ধ ঘোষণা করা হয়েছে।


আরও পড়ুন-নিজের সিনেমায় পাক গায়ক আতিফকে বাদ দিতে বাধ্য হলেন সলমন!