নিজস্ব প্রতিবেদন : মারণ ভাইরাসের দাপটে ঘর বন্দি মানুষ। গোটা বিশ্বের পাশাপাশি ভরতে যাতে আর কোনওভাবে সংক্রমণের মাত্রা বাড়াতে না পারে করোনা, তার জন্য নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা। ফলে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, প্রত্যেকেই কোয়ারেন্টাইন। রবিবার ২২ মার্চ যখন জরুরি পরিষেবাপ্রদানকারীদের মনের জোর বাড়াতে শাখ, কাঁসর,ঘণ্টা বাজিয়ে কিংবা হাতে তালি দেওয়ার জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই আবদনে সাড়া দেন সেলেবরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিকি কৌশল, শাহরুখ খানদের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও দেখা যায় জলসায় ছাদে উঠে হাততালি দিয়ে ধন্যবাদ জানাতে। অভিষেক, ঐশ্বর্যদের সঙ্গে নিয়ে চিকিতসকসহ জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানাতে শুরু করেন বচ্চনরা। জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানানোর পর অমিতাভ একটি ট্যুইট করেন।


যেখানে তিনি বলেন, ২২ মার্চ অমাবস্যা। অর্থাত, চলতি মাসের সবচেয়ে কালো দিন হল ২২ মার্চ। এই দিন ভাইরাস, ব্যাকটেরিয়াসহ ক্ষতিকরারক শক্তিগুলির ক্ষমতা বেড়ে যায়। শঙ্খনাদ, কাঁসর,ঘণ্টা কিংবা হাততালি ওই সমস্ত ব্যকটেরিয়া, জীবাণুর ক্ষমতা ধ্বংস করতে সাহায্য করে। 


আরও পড়ুন : প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া, জরুরি পরিষেবাপ্রদানকারীদের ধন্যবাদ জানালেন বচ্চনরা


বিগ বি-র ওইট্যুইট সামনে আসার পরই জোর জল্পনা শুরু হয়ে যায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন কীভাবে এই ধরনের ট্য়ুইট করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। চিকিতসক, চিকিতসা কর্মীদের মনোবল যেখানে বাড়ানোর প্রয়োজন, সেখানে বিগ বি-র মতো সেলেবরা কীভাবে এই ধরনের কথা বলতে পারেন বলেও অনেকে প্রশ্ন করতে শুরু করেন। নেটিজেনদের একাংশের ক্রমাগত সমালোচনার জেরে শেষ পর্যন্ত নিজের ট্যুইট মুছে ফেলেন অমিতাভ বচ্চন।


এরপরই আবার অনেকে বিগ বি-কে সমর্থন করে বলতে শুরু করেন, এবার যেন বলিউড শহেনশার সমালোচনা বন্ধ করে দেওয়া হয়। যদিও পালটা সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়ে পালটা কোনও মন্তব্য করেননি অমিতাভ বচ্চন।