দেবপ্রিয় দত্ত মজুমদার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হত্যাপুরীর(Hatyapuri) প্রযোজক কে হবেন সেই রহস্য ভেদ করে ফেলল জি ২৪ ঘণ্টা(Zee 24 Ghanta)। ১০ জুন থেকে কলকাতাতেই শুরু হচ্ছে হত্যাপুরীর শুটিং(Hatyapuri Shooting)। তারপরই ইউনিট যাবে পুরীতে(Puri)। সন্দীপ রায়ের(Sandip Ray) ইচ্ছেমতো সেই ইন্দ্রনীল সেনগুপ্তই(Indraneil Sengupta) থাকছেন ফেলুদার(Feluda) ভূমিকায়। জটায়ুর(Jatayu) চরিত্রে পরিচালক অভিজিত্‍ গুহ(Abhijit Guha)। ফ্লোরিডার ঘোষাল ফিল্মস(Ghoshal Films) এবং কলকাতার শ্যাডো ফিল্মসের(Shadow Films) প্রযোজনায় তৈরি হবে হত্যাপুরী। বৃহস্পতিবার রাতে সন্দীপ রায়ের সঙ্গে বৈঠকের পরেই চুড়ান্ত হয়েছে সবকিছু।


ফ্লোরিডার ঘোষাল মিডিয়ার কর্ণধার অঞ্জন ঘোষাল(Anjan Ghosal) রায় বাড়ির পারিবারিক বন্ধু। তা সত্ত্বেও এতদিন কেন ফেলুদার ছবি প্রযোজনা করেননি সেই প্রশ্নে অঞ্জন ঘোষাল বলেছেন, 'তাঁর বহুদিনের ইচ্ছা ছিল সন্দীপ রায়ের ফেলুদা প্রযোজনা করার । তবে এসভিএফের সঙ্গে চুক্তি থাকায় ইচ্ছা থাকলেও উপায় হয়নি। বাবুদা আমার পরিবারের একজনই। কিন্তু প্রযোজনা সংস্থার সঙ্গে মতানৈক্যের পরে বাবুদা ভাবছিলেন কী করা যায়। আমার পুরো ব্যাপারটা শুনে খুব খারাপ লেগেছিল। এত লেট স্টেজে এসে ওঁরা পিছিয়ে এল। সব শুনে আমি এগিয়ে আসি। আমার মনে হল যখন আর চুক্তি থাকছেই না আমি থাকি বাবুদার সঙ্গে। '


কাস্টিং নিয়ে মতবিরোধের কথা সন্দীপ রায়ের কাছেই শুনেছিলেন বলে জানিয়েছেন অঞ্জন। 'এই বিষয়ে মতবিরোধের কথা বাবুদার কাছে কিছুটা শুনেছিলাম। আমার মতে এই ছবির ওপর ১০০ শতাংশ ক্রিয়েটিভ রাইটস আছে সন্দীপ রায়ের। তিনি সিদ্ধান্ত নেবেন কোন অভিনেতা কোন চরিত্রে অভিনয় করবেন। অন্য প্রযোজকদের আপত্তি থাকতে পারে আমাদের নেই। আশা করছি ১০ জুন থেকে শুটিং শুরু করতে পারব। '


শ্যাডো ফিল্মসের কর্ণধার শ্যামসুন্দর দে মানসিক ভাবে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন ফেলুদার জগতে। তাঁর ভাষায়,  'স্বপ্ন পূরণ হয়েছে আমার।' সেই সঙ্গে কাস্টিং নিয়ে তাঁর দাবি, 'বাবু দা যা বলবেন সেটাই চূড়ান্ত।'


আরও পড়ুন- Anand Movie Remake: আনন্দ রিমেক হওয়া উচিত কি না বিতর্কে টলিউড সেলেবরা, জিতল কোন পক্ষ, পডুন জি ২৪ ঘণ্টায়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)