নিজস্ব প্রতিবেদন : কঙ্গনার মুম্বইয়ের পালি হিল এলাকার 'মণিকর্ণিকা' অফিসে ভাঙচুর চালিয়েছে BMC। যা নিয়ে বুধবার সকাল থেকে শোরগোল পড়ে যায়। এই পরিস্থিতিতে কঙ্গনার সমর্থনে সুর চড়ালেন সহ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে মণিকর্ণিকা ছবি থেকে 'ঝাঁসির রানী লক্ষীবাঈ' রূপে কঙ্গনার ছবি পোস্ট করে অঙ্কিতা লিখেছেন, 'সাহসীহৃদয়', ''তোমার প্রতি ভালোবাসা ও সমর্থন রইল''।


আরও পড়ুন-''রাজনীতির খেলায় সুশান্তের বিচার থেকে নজর যেন না ঘুরে যায়'', মন্তব্য রবিনার



''মণিকর্ণিকা: দ্য়া কুইন অফ ঝাঁসি'' ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে অভিনয় করেন অঙ্কিতা লোখান্ডে। ছবি অঙ্কিতা চরিত্রটি ছিল 'ঝলকারীবাঈ'-এর। সেখান থেকেই কঙ্গনার সঙ্গ অঙ্কিতার সখ্যতা রয়েছে।


প্রসঙ্গত, বুধবার কঙ্গনা মুম্বইয়ে পৌঁছনোর আগেই তাঁর পালি হিল এলাকার অফিসে ভাঙচুর করে BMC। আর এরপরেই কঙ্গনার আইনজীবী এই ভাঙচুরের কাজ স্থগিত রাখার জন্য় বোম্বে হাইকোর্টে আবেদন করেন। আদালত ভাঙচুর স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি, কেন ভাঙচুর করা হল, তার জবাব চেয়েছ BMC-র কাছে। কঙ্গনার অফিস ভাঙচুরের ঘটনায় অনুপম খের, দিয়া মির্জা, রেণুকা সাহানে সহ অনেকেই অভিনেত্রী সমর্থনে এগিয়ে এসেছেন এবং BMC-র এধরনের কাজের নিন্দা করেছেন। 


আরও পড়ুন-কঙ্গনার অফিসে BMC-র ভাঙচুর, সরব দিয়া মির্জা, রেণুকা সাহানে, প্রসূন যোশীরা