নিজস্ব প্রতিবেদন : নানা পাঠেকরের বিরুদ্ধে অভিযোগের পর এবার ফের বলিউডের আরও এক পরিচালকের বিরুদ্ধে তোপ দাগলেন তনুশ্রী দত্ত। সংবাদ সংস্থা ডিএনএ-র এক সাক্ষাতকারে বাঙালি অভিনেত্রী অভিযোগ করেন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীও তাঁকে হেনস্থা করেছেন ‘চকোলেট’-এর সেটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তনুশ্রী বলেন, ২০০৫ সালে ‘চকোলেট’-এর শুটিংয়ের সময় বিবেক অগ্নিহোত্রী শুটিং সেটের মধ্যেই তাঁকে অপমান করেন। বলেন, ‘জামা কাপড় খুলে ফেল। সুনীল শেঠি এবং ইরফান খানের সামনে গিয়ে নাচ’(যাও যাকে কাপড়ে উতার কে নাচ, উসকো কিউস দো)। যা শুনে ওই সময় অবাক হয়ে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী। কিন্তু, বিবেক অগ্নিহোত্রীর ওই আজব দাবির বিরোধিতা করেছিলেন ইরফান খান এবং সুনীল শেঠি।


আরও পড়ুন : তনুশ্রীকে যৌন হেনস্থা? কী বললেন নানা, দেখুন


ইরফান খান বলেন, কেন তনুশ্রী দত্তকে তাঁদের সামনে নাচতে হবে কিউ দেওয়ার জন্য? তাঁরা অভিনয় করতে জানেন। শুটিংয়ের মধ্যে কাকে কী করতে হবে, তা জানা আছে। তাই কিউ দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে চেঁচিয়ে ওঠেন ইরফান খান। শুধু তাই নয়, তাঁরা অভিনয় জানেন বলেও বিবেক অগ্নিহোত্রীকে স্পস্ট জানান ইরফান খান।



আরও পড়ুন : নানা পাঠেকরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ফের তোপ বাঙালি তনুশ্রীর


ইরফানের পাশাপাশি সুনীল শেঠিও সেদিন বিবেক অগ্নিহোত্রীর উপর খেপে যান। ওইদিনের ঘটনায় সুনীল শেঠি এবং ইরফান খান দু’জনেই যান রেগে। এবং, পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। ওই সাক্ষাতকারে তনুশ্রী আরও বলেন, এখনও পর্যন্ত বেশ কিছু ভাল মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে। সেই কারণে বিবেক অগ্নিহোত্রীর মত মানুষরা প্রকাশ্যে অভিনেত্রীদের সব সময় শ্লীলতাহানি করতে পারে পারেন না। যদিও এখনও পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি। তবে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর বলিউডের আরও এক পরিচালকের বিরুদ্ধে ফুঁসে ওঠায়, ফের শোরগোল শুরু হয়েছে বি টাউন জুড়ে।


আরও পড়ুন : বাথরুমে বসে মলত্যাগ, ভিডিও শেয়ার করলেন রাখি সাওয়ান্ত, জোর সমালোচনা


এদিকে তনুশ্রী দত্তের অভিযোগের ভিত্তিতে নানা পাঠেকরকে প্রশ্ন করা হলে, তিনি বেশ মজার ছলেই উত্তর দেন। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুনে প্রথমে হেসে ফেলেন তিনি। পরে  জিজ্ঞাসা করেন, এতে তাঁর কী করার আছে? পাশাপাশি আরও বলেন, তনুশ্রী কোন বিষয়টিকে যৌন হেনস্থা বলছেন?


প্রসঙ্গত, ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় নানা পাঠেকরের পাশাপাশি করিওগ্রাফারা গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি এবং পরিচালক রাকেশ সারাং-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন।