Golden Globe 2023: গোল্ডেন গ্লোবে একাধিক মনোনয়ন পেল আরআরআর, কী বলছেন রাজামৌলি?
Golden Globe 2023: ২০২৩ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি, যা সত্যিই ভারতীয় সিনেমার কাছে গর্বের। বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছবি ও বেস্ট অরিজিনাল সঙ বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি
Golden Globe 2023, RRR, SS Rajamouli, Junior NTR, Ram Charan, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এস এস রাজামৌলির ছবি আরআরআর। রামচরণ ও জুনিয়রর এনটিআরের এই ছবি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে তেমনই পেয়েছে একাধিক পুরস্কার। তবে এবার ভারতের নাম উজ্জ্বল করেছে এই ছবি। ২০২৩ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি, যা সত্যিই ভারতীয় সিনেমার কাছে গর্বের। বেস্ট নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছবি ও বেস্ট অরিজিনাল সঙ বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। ছবির নাটু গানটি পেয়েছে অরিজিলান গানের বিভাগে মনোনয়ন। এই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভেসে যায় পুরো টিম।
আরও পড়ুন- Bengali Actress: শুধুই মিথ্যে আশা, আর আপস করতে রাজি নন অভিনেত্রী...
পরিচালক এস এস রাজামৌলি ট্যুইটারে লেখেন, ‘গোল্ডেন গ্লোবের জ্যুরিদের ধন্যবাদ। শুভেচ্ছা গোটা টিমকে। আমাদের ফ্যানেদের ও দর্শককে তাঁদের নিঃশর্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য ধন্যবাদ।’
জুনিয়র এনটিআরও ট্যুইটে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন যে, এই খবরে উচ্ছ্বসিত তিনি। এখন পুরস্কার পাওয়ার দিকেই মুখিয়ে রয়েছেন তিনি।
আরও পড়ুন- Manoj Tiwari: লক্ষ্মীর পর ঘরে সরস্বতী, ৫১ বছরে ফের বাবা হলেন বিজেপি নেতা-অভিনেতা মনোজ
প্রসঙ্গত, অস্কারেও মনোনয়ন পাঠিয়েছে এই ছবি। রাজামৌলির আরআরআর ছবিটি বানাতে খরচ পড়েছে ৫৫০ কোটি টাকা। তবে ছবিটি ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। ২০২২-এর ২৫ মার্চ মুক্তি পায় রাজামৌলির আরআরআর। এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রামচরণ, আলিয়া ভাট, শ্রিয়া সরণ সহ খ্যতনামা তারকারা। কোভিড পরবর্তী সময়ে সুপারহিট ছবিগুলির মধ্যে এই ছবি অন্যতম। ছবির প্রযোজনা করে ডিভিভি ধান্য। তামিল, তেলুগু, মালায়ালম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। আলিয়া ভাটের পাশাপাশি এই ছবিতে একটি ক্যামিও রোলে অভিনয় করেছেন অজয় দেবগণ। পর্দার পাশাপাশি ইতমধ্যে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এই ছবি।