নিজস্ব প্রতিবেদন : সোনু সুদের পর এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন বিগ বি অমিতাভ বচ্চন। নিজের রাজ্য উত্তরপ্রদেশের শ্রমিকদের ফেরানোর জন্য ১০টি বাসের ব্যবস্থা করেছেন অমিতাভ বচ্চন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে পরিযায়ী শ্রমিকদের নিয়ে উত্তরপ্রদেশ রওনা দেবে বাসগুলি। মুম্বইয়ের হাজি আলি থেকে বাসগুলি ছাড়বে বলে জানানো হয়েছে। তবে এই প্রথম নয়, গত ২৮ মার্চ মাস থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য হাজি আলি ট্রাস্ট ও পীর মাখদুম ট্রাস্টের সঙ্গে মিলিতভাবে কাজ করে চলেছে অমিতাভ বচ্চনের সংস্থা এবি কর্পোরেশন লিমিটেড। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ৪হাজার ৫০০ প্যাকেট খাবার মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে খাবার বিতরণ করে চলেছে। এছাড়াও আগে যেসমস্ত পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন, তাঁদের জন্য খাবারের প্যাকেট, জলের বন্দোবস্ত করেছেন অমিতাভ বচ্চন।


আরও পড়ুন-হাসপাতালে নয়, বাড়িতে আইসোলেশনে থেকেই করোনা মুক্ত হলেন অভিনেতা কিরণ কুমার



আরও পড়ুন-বৃত্তির টাকা দিয়েই দুঃস্থ গ্রামবাসীদের সাহায্য করছেন রীনা, ছাত্রীর পাশে পরমব্রত


এখানেই শেষ নয় এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার প্যাকেট রেশন সামগ্রী বিলি করে চলেছেন অমিতাভ বচ্চন। এছাড়াও প্রায় ২০ হাজার PPE কিট, মাস্ক, স্য়ানিটাইজার মুম্বইয়ের বিভিন্ন হাসপাতাল ও পুলিসকর্মীদের মধ্যে বিতরণ করেছেন তিনি।