EXPLAINED | Iman Chakraborty: `আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ দেয়নি`! হিন্দি ভাষায় গান করা ঘিরে বিস্ফোরক ইমন...
EXPLAINED | Iman Chakraborty: ইমনের সেই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরেন ইমন চক্রবর্তী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রাজারহাটে এলাকায় চলছিল ইমন চক্রবর্তীর জমজমাট কনসার্ট। সেখানেই শ্রোতাদের তরফ থেকে ভেসে এল বাংলা গান ছেড়ে হিন্দি গানের রিকোয়েস্ট। কিন্তু শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী বলে ছিলেন, 'সাহসের সঙ্গে, জোরের সঙ্গে যদি তুমি বল আমি বাংলা গান শুনবো না। অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত।'