অলিম্পিক বিতর্কে সলমনের পাশে দাঁড়ালেন ঐশ্বর্য
শুধু `সুলতান`-এর সেটেই নয়, খেলার সঙ্গে তাঁর সম্পর্ক এবার আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে। বিশ্বের সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পকের মঞ্চে দেশের মুখ হিসেবে দেখা যাবে তাঁকে। অলিম্পিকে ভারতের `গুড উইল অ্যাম্বাসাডর` নির্বাচিত হয়েছেন সলমন খান। কিন্তু আইওএ-র এই সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত বলিউড থেকে ক্রীড়ামহল।
ওয়েব ডেস্ক: শুধু 'সুলতান'-এর সেটেই নয়, খেলার সঙ্গে তাঁর সম্পর্ক এবার আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে। বিশ্বের সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পকের মঞ্চে দেশের মুখ হিসেবে দেখা যাবে তাঁকে। অলিম্পিকে ভারতের 'গুড উইল অ্যাম্বাসাডর' নির্বাচিত হয়েছেন সলমন খান। কিন্তু আইওএ-র এই সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত বলিউড থেকে ক্রীড়ামহল।
তবে এই বির্তকের নতুন চমক হলেন ঐশ্বর্য রায় বচ্চন। দীর্ঘ সময় পর সলমন খান সম্পর্কে মুখ খুললেন বচ্চন বধূ। শুধু মুখ খুললেন তাই নয়, সল্লু ভাইয়ের পাশেও দাঁড়ালেন। অলিম্পিক প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি মনে করি দেশের জন্য যে ভাল কাজ করছে, দেশের সংস্কৃতি, সঙ্গীত বা খেলা আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করছে সেই সঠিক মানুষটাকেই বেছে নেওয়া দরকার।'