নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের উদয়পুরে শনিবার থেকে শুরু হওয়া ইশা আম্বানি-আনন্দ পিরামলের সঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করছেন না এই রকম বলিউড সেলেব খুব কমই রয়েছেন। শাহরুখ, আমির, সলমন, দীপিকা-রণবীর, ঐশ্বর্য-অভিষেক থেকে শুরু করে বনি কাপুর, অনিল কাপুরের পরিবার কে না যাননি সেখানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সঙ্গীতের অনুষ্ঠানে যে যার নিজ নিজ জীবন সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে ডান্স পারফর্ম করতে দেখা গেছে তারকাদের। এই তালিকায় শাহরুখ, গৌরী, ঐশ্বর্য-অভিষেক, প্রিয়াঙ্কা থেকে শুরু করে অনেকেই রয়েছে। রবিবারই 'গুরু' ছবির ঐশ্বর্য-অভিষেককে 'তেরে বিনা' গানে নাচ করতে দেখা যায়। তবে শুধু মঞ্চেই নয়, পার্টিতেও অভিষেকের সঙ্গে মিলে জমিয়ে নাচতে দেখা যায় রাই সুন্দরিকে। সেই ভিডিওটিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। 'দিল ধড়ক নে দো' ছবির গানে জমিয়ে নাচেন অ্যাশ ও অভি। তাঁদের পাশে তখন রণবীরের সঙ্গে নাচে মত্ত ছিলেন দীপিকাও, তাঁর পাশে দেখা গেল অনিল কাপুরকে।


আরও পড়ুন-রাহুল সঙ্গে নেই, একাই ছেলের জন্মদিন সেলিব্রেট করলেন প্রিয়াঙ্কা




দীপবীর অবশ্য যে পার্টিতেও যান সেই পার্টিতে গিয়েই নাচতে শুরু করেন। এধরনের উদাহরণ বহু রয়েছে। তবে অ্যাশ-অভির ক্ষেত্রে এমনটা বিশেষ দেখা যায় না।


আরও পড়ুন- ছুটি কাটাতে দুবাইতে গিয়েছিলেন শ্রাবন্তী!