সংবাদ সংস্থা : এবার ৪৪-এ পড়লেন তিনি। গত ১ নভেম্বর ছিল নীলনয়না ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। প্রতিবার জন্মদিনে যেমন খবরের শিরোনামে উঠে আসেন রাই, এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু, রাই-এর এবাররে জন্মদিনে উঠে এল তাঁর আরও এক রূপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সাঁতারে মগ্ন, লাস্যময়ী ক্যাটরিনাকে এমনভাবে দেখেছেন কখন!


জানা যাচ্ছে, আরাধ্যার মা ঐশ্বর্য গত এক বছর ধরে ১০০০ শিশুর মুখে খাবার তুলে দিচ্ছেন। ইস্কন পরিচালিত অনমিত্র ফাউন্ডেশনের হয়েই ওই ১০০০ শিশুর মিড ডে মিলের খাবার যোগাচ্ছেন বহু বচ্চন।


আরও পড়ুন : শুটিংয়ের সময় দূর্ঘটনা, কী করলেন ঐশ্বর্য!


জানা যাচ্ছে, মুম্বইতে ৫০০ স্কুল এবং গোটা মহারাষ্ট্রে ২০০০ স্কুলের মিড ডে মিলের যোগান দেয় অনমিত্র ফাউন্ডেশন। আর ওই সংস্থার মাধ্যমেই মুম্বইয়ের ১০০০ পড়ুয়ার কাছে মিড ডে মিলের খাবার পৌঁছে দিচ্ছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। যদিও, বিষয়টি নিয়ে কখনও ক্যামেরার সামনে মুখ খোলেননি রাই। তবে এ বছর তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিষয়টি প্রকাশ্যে উঠে আসে।