Ponniyin Selvan Box Office: বক্স অফিসে মণিরত্নম জাদু! ৪৫০ কোটির দোরগোড়ায় ঐশ্বর্যের `পোন্নিয়িন সেলভান`...
Ponniyin Selvan Box Office: প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে `পোন্নিয়িন সেলভান ১`। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ছবি। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস পোন্নিয়িন সেলভান (দ্য সন অফ পোন্নি) অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই ছবির গল্প।
Mani Ratnam, Ponniyin Selvan 1 Box Office, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বক্স অফিসে ঝড় তুলেছে মণিরত্নম পরিচালিত 'পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান'। প্রত্যাশা মতোই মুক্তির মাত্র ৭ দিনের মধ্যেই বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল এই ছবি। এবার বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে এই ছবি ছুঁতে চলেছে ৪৫০ কোটির মার্ক। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই বহু প্রতীক্ষিত ছবি। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহের শেষেই ৪৫০ কোটি অতিক্রম করে ফেলবে এই ছবি।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
মুক্তির কয়েকদিনের পরেই 'পোন্নিয়িন সেলভান ১'-এর প্রযোজনা সংস্থা লাইকা প্রোডাকশনের তরফে পোন্নিয়িন সেলভানে ১-এর ১০০ কোটি পার করার কথা ট্যুইট করে জানানো হয়েছে। সেই ট্যুইটে তাঁরা লেখেন যে,' একের পর এক রেকর্ড ভাঙছে!' আরও একটি ট্যুইটে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়ার কথা জানিয়ে লেখা হয়েছিল, 'সাফল্য বাউন্ডারি টপকালো।' ছবির সাফল্যের জন্য প্রযোজনা সংস্থার তরফে দর্শকদের ধন্যবাদ জানানো হয়। এবার সেই রেকর্ডও অতিক্রম করে ফেলল এই ঐতিহাসিক গাথা।
মাত্র দু সপ্তাহেই 'পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান' প্রমাণ করে দিয়েছে যে এই ছবি ব্যবসার নিরিখে টপকে যেতে পারে বেশ কিছু ছবির রেকর্ড। এই ছবির দুটি ভাগেরই শ্যুটিং একসঙ্গে শেষ করেছেন ছবির নির্মাতারা কিন্তু সেই দুটি ছবির মধ্যে প্রথম ছবি থেকেই ছবির ব্যয় তুলে ফেলতে পেরেছে প্রযোজনা সংস্থা। এমনকী বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি বিক্রিও করেছে তারা। এক কথায় একটি পার্ট থেকে দুটি ছবির খরচ তুলে নিতে পেরেছে এই ছবির নির্মাতারা।
আরও পড়ুন: Sourav Ganguly : BCCI থেকে সরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজনীতির শিকার! কী বলছেন বাংলার তারকারা?
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে মণিরত্নম পরিচালিত ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত পোন্নিয়িন সেলভান-১। জানা যায়, মণিরত্নমের এই ছবি দেখার জন্য মুক্তির আগে থেকেই টিকিট বুক হতে শুরু করেছিল। তাই এই ছবি ঘিরে প্রত্যাশা ছিলই। আর ৩০ সেপ্টেম্বর, শুক্রবার, এই ছবি মুক্তির দিন সকাল থেকে তামিলনাড়ুর সমস্ত প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল ভরা, অর্থাৎ শো ছিল হাউসফুল। ফিল্ম বিশ্লেষকদের দাবি করেছিলেন, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে।
' তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তি-এর জনপ্রিয় উপন্যাস পন্নিয়িন সেলভান (দ্য সন অফ পোন্নি) অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের উত্তাল সময়ের প্রেক্ষাপটে আবর্তিত হবে এই ছবির গল্প। যখন পরিবারের উত্তরসূরী অন্তর্দ্বন্দ্বের ফলে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়।তামিল, হিন্দি, তেলগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'পোন্নিয়িন সেলভান'-এর প্রথম পর্ব। যেখানে নন্দিনী এবং তাঁর মা মন্দাকিনী দেবী, দ্বৈত ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্যকে। ঐশ্বর্য ছাড়াও দেখা যাবে বিক্রম কার্তি, ত্রিশা কৃষ্ণন, প্রকাশ রাজ, জয়রাম, জয়ম রবি এবং ঐশ্বরিয়া লক্ষ্মীকে। এর আগে মণি রত্নম-এর 'ইরুভর', 'গুরু', 'রাবণ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন 'রাই' সুন্দরী।