নিজস্ব প্রতিবেদন : ৪৯ বছর বয়সে পড়লেন অজয় দেবগণ। ২ এপ্রিল অজয়ের জন্মদিনের সেলিব্রেশনের জন্য এবার সব কাজ ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কাজল। আর সেই কারণেই অজয়ের জন্মদিন উপলক্ষে যেমন মেয়ে নাইসাকে সিঙ্গাপুর থেকে মুম্বই নিয়ে আসেন অজয়, তেমনি মায়ের কোলে চড়তে দেখা গেল সেলিব্রিটি দম্পতির ছেলেকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করিশ্মা, রবিনা, কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অজয় দেবগণ!


সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় অজয় দেবগণ, কাজলকে। সেই সঙ্গে সেলেব দম্পতির দুই সন্তানকেও দেখা যায়। তনুজা এবং তানিশা মুখোপাধ্যায়কে অজয়-কাজলের সঙ্গে দেখা যায়নি যেমন, তেমনি অজয় দেবগণের মা-এর দেখাও মেলেনি। দেখুন সেই ছবি...





আরও পড়ুন : বাঙালি কাজলের সঙ্গে অজয়ের সম্পর্কটা ঠিক কেমন


সম্প্রতি মুক্তি পায় অজয় দেবগণ এবং এলিয়ানা ডি’ক্রুজের ‘রেইড’। ইতিমধ্যেই অজয়ের ‘রেইড’ প্রায় ১০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। ‘রেইড’-এর আগে মুক্তি পায় অজয় দেবগণের ‘গোলমাল আগেইন’।