ওয়েব ডেস্ক: এই ভিডিওটা অবশ্যই দেখুন। ভাবছেন, এমন কী আছে এই ভিডিওতে? সেটাই তো। ভিডিওটা দেখলে হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাউসফুল থ্রি পাগলামো। এই ভিডিওতে রয়েছেন অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। কিন্তু দুজনের মুখটা বদলানো আছে। মানে, জ্যাকলিন যাঁকে দেখছেন, তিনি আসলে অক্ষয় কুমার। আর যাঁকে আপনি অক্ষয় কুমার দেখছেন, তিনি আসলে জ্যাকলিন। ইতিমধ্যে এই ভিডিওটা ভাইরাল। সবাই দেখছেন আর হাসছেন। প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে এভাবে মুখের অদল-বদল করতে দেখলে হাসি তো পাবেই। এবার ভিডিওটা দেখে নিন।