নিজস্ব প্রতিবেদন: ঋতুস্রাব নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে, সচেতনতা বাড়াতেই 'প্যাডম্যান' বানিয়েছেন অক্ষয়। তবে এই সচেতনতা শুধু সিনেমার পর্দাতেই বেঁধে রাখতে রাজি নন আক্কি। ছড়িয়ে দিতে চান সমাজের বিভিন্ন প্রান্তেও। আর সেকারণেই বোধহয় সেন্ট্রাল মুম্বইয়ের এসটি বাস ডিপোয় শিবসেনা চেয়ারপার্সন আদিত্য ঠাকরের সঙ্গে যৌথ উদ্যোগে স্যানিটারি ন্যাপকিনের স্বয়ংক্রিয় যন্ত্র বসালেন আক্কি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু মুম্বইয়ের বাস ডিপোতেই নয়, ধীরে ধীরে এই স্বয়ংক্রিয় যন্ত্র এই স্বয়ংক্রিয় যন্ত্র মহারাষ্ট্রের সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানান অক্ষয়। বাস ডিপোয় স্বয়ংক্রিয় যন্ত্র স্বয়ংক্রিয় যন্ত্র বসানোর এই ছবি সোশ্যাল সাইটে শেয়ারও করেন 'প্যাডম্যান' অক্ষয়। এধরণের উদ্যোগে পাশে থাকার জন্য শিবসেনা চেয়ারপার্সন আদিত্য ঠাকরের প্রশংসাও করেন আক্কি।



ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে অক্ষয়র 'প্যাডম্যান'। ইতিমধ্যেই এর ব্যবসা ৬০ কোটি ছাড়িয়েছে।