নিজস্ব প্রতিবেদন : তিনি যে বেশ মজার মানুষ, (Bollywood) বলিউডে সহঅভিনেতা অভিনেত্রীদের সঙ্গে তাঁর ব্য়বহার থেকেই বেশ স্পষ্ট। সেই কারণে এয়ারলিফ্ট, হলিডে-র মতো সিনেমায় যেমন দেখা যায় তাঁকে, তেমনি গুড নিউজ বা হাউজফুলের মতো কমেডিতেও চুটিয়ে অভিনয় করেন তিনি। বুঝতেই পারছেন, (Akshay Kumar) অক্ষয় কুমারের কথাই বলা হচ্ছে। এবার বিমানবন্দর থেকে বের হতে গিয়ে অক্ষয় কুমার যা করলেন, তা হু হু করে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : NRC থেকে বাঁচতে লোন নিন ব্যাঙ্ক থেকে, ভিডিয়োতে এসব কী বলছেন রাখি!


দেখুন সেই ভিডিয়ো...



আরও পড়ুন :  শেষ দেখা হল না দাদার সঙ্গে! পাকিস্তানে মৃত শাহরুখ খানের বোন নূর জাহান
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরনোর সময় অক্ষয় কুমার আচমকাই সামনের দিকে ছুটে যান। ফলে পাপারাতজি অনাক হয়ে প্রশ্ন করতে শুরু করেন, কী করছেন আক্কি স্যার? ওই কীর্তির কয়েক মুহূর্ত পর নিজেই হেসে পেলেন অক্ষয় কুমার। পাপারাতজির সঙ্গে তিনি যে মজা করছেন তা স্পষ্ট করে দেন অক্ষয় কুমার।
সম্প্রতি মুক্তি পায় অক্ষয় কুমার, করিনা কাপুরের সিনেমা গুড নিউজ। বক্স অফিসে দেদার ব্যবসার পর আক্কি বর্তমানে ব্যস্ত বচ্চন পান্ডের শ্যুটিংয়ে। এই সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন সেয়ার করছেন কিয়ারা আদবানি।