নিজের প্রিন্সেসের জন্মদিনে বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অক্ষয়
ওয়েব ডেস্ক: শুধু বলিউডেই নয়, সারা দেশের কাছেই যথেষ্ট জনপ্রিয় খিলাড়ি অক্ষয় কুমার। তবে সেই অক্ষয় যাকে চোখে হারান সে কে জানেন? সে হল অক্ষয়ের ছোট্ট কন্যা নিতারা। আর আজ ৫ বছরে পা দিল অক্ষয়ের প্রিন্সেস।
নিতারার জন্মদিনে অক্ষয় তাঁর আদুরে কন্যার একটি বিশেষ ভিডিও তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। এই ভিডিওতে বেশ বোঝা যাচ্ছে যে, নিতারা অক্ষয়ের কতটা আদরের। ছোট্ট নিতারা বাবার এতটাই আদরের যে, অক্ষয় চান না যে নিতারা বড় হোক। তিনি চান নিতারা তাঁর জন্য এরকম ছোট্টটিই থাকুক।
ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট নিতারা তার বাবার মুখে শেভিং ক্রিম লাগিয়ে দিচ্ছে। ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, ''এটা আমার প্রিন্সেসের সঙ্গে কাটানো খুব সুন্দর একটা মুহূর্ত। আমি চাই না ও বড় হোক।''
মেয়েকে বার্থ ডে উইশ করে টুইট করেছেন টুইঙ্কল খান্নাও।
অক্ষয়ের ছোট্ট প্রিন্সেসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমির খান সহ আরও অনেকেই।
ছোট্ট নিতারার জন্মদিনে ২৪ ঘণ্টার তরফেও রইল অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন- আম্বানিদের পার্টিতে চাঁদের হাট